গীত 52:8 - বাংলা সমকালীন সংস্করণ8 কিন্তু আমি, ঈশ্বরের গৃহে, উদীয়মান জলপাই গাছের মতো; যুগ যুগান্ত ধরে ঈশ্বরের অবিচল প্রেমে আস্থা রাখি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 কিন্তু আমি আল্লাহ্র গৃহে সবুজ জলপাই গাছের মত; আমি অনন্তকালের তরে আল্লাহ্র অটল মহব্বতে বিশ্বাস করি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 কিন্তু আমি ঈশ্বরের ভবনে পল্লবিত সতেজ জলপাই বৃক্ষের মত, ঈশ্বরের অবিচল প্রেমে আজীবন আমি করব নির্ভর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 কিন্তু আমি ঈশ্বরের বাটীতে হরিৎপর্ণ জিতবৃক্ষসদৃশ; আমি অনন্তকালতরে ঈশ্বরের দয়াতে বিশ্বাস করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 কিন্তু আমি সবুজ জলপাই গাছের মত প্রভুর মন্দিরে বড় হয়ে উঠছি। আমি প্রভুর সত্য প্রেমে চিরদিন আস্থা রাখবো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 কিন্তু আমি, ঈশ্বরের ঘরে সবুজ জিতবৃক্ষের মত; আমি চিরকালের জন্য ঈশ্বরের নিয়মের বিশ্বস্ততায় বিশ্বাস করব। অধ্যায় দেখুন |