গীত 50:17 - বাংলা সমকালীন সংস্করণ17 তুমি আমার নির্দেশ ঘৃণা করো আর আমার সমস্ত আদেশ অগ্রাহ্য করো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তুমি তো শাসন ঘৃণা করে থাক, আমার কালাম তোমার পিছনেই রেখে থাক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 আমি তোমায় সংশোধন করি, এ তুমি চাও না, অমান্য কর তুমি আমার আদেশ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তুমি ত শাসন ঘৃণা করিয়া থাক, আমার বাক্য পশ্চাতে ফেলিয়া থাক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 আমি যখন তোমাদের ভুল সংশোধন করে দিই, তখন কেন তোমরা তা ঘৃণা কর? আমি যা বলি কেন তোমরা তা উপেক্ষা কর? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 তুমি শাসন ঘৃণা করে থাক এবং আমার বাক্যকে দূরে ফেলে থাক। অধ্যায় দেখুন |