গীত 50:11 - বাংলা সমকালীন সংস্করণ11 পর্বতমালার সব পাখি আমার পরিচিত, আর প্রান্তরের সব কীটপতঙ্গ আমার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 আমি পর্বতমালার সমস্ত পাখিকে জানি, মাঠের সমস্ত প্রাণী আমার সম্মুখবর্তী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 আকাশের পক্ষীকুল, এ বিশ্ব চরাচরের যা কিছু–সকলই আমার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আমি পর্ব্বতগণের সমস্ত পক্ষীকে জানি, মাঠের প্রাণী সকল আমার সম্মুখবর্ত্তী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 উচ্চতম পর্বতের প্রত্যেকটি পাখিকে আমি চিনি। পাহাড়ের প্রত্যেকটি চলমান বস্তুই আমার। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 আমি পাহাড়ের সমস্ত পাখিকে জানি এবং মাঠের প্রাণীরা সকলই আমার। অধ্যায় দেখুন |