গীত 49:13 - বাংলা সমকালীন সংস্করণ13 যারা নিজেদের উপর আস্থা রাখে তাদের এই পরিণাম হয়, এবং তাদেরও হয়, যারা তাদের অনুগামী এবং তাদের কথা সমর্থন করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 এই তাদের পথ, তাদের হীনবুদ্ধিতা; এবং তাদের পরে সেই লোকদেরও একই রকম গতি, যারা তাদের কথার অনুমোদন করে। [সেলা।] অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 দাম্ভিক নির্বোধ যারা পার্থিব সম্পদেই যাদের একমাত্র ভরসা, এই তাদের চূড়ান্ত পরিণাম। সেলা অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 এই তাহাদের পথ, তাহাদের হীনবুদ্ধিতা; তথাপি তাহাদের পরে লোকে তাহাদের বাক্যের অনুমোদন করে। সেলা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 যারা তাদের সম্পদ নিয়ে তুষ্ট হবে, সেই বোকা লোকদের ঐ পরিণতিই হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 এই তাদের পথ, তাদের মূর্খতা; তখন তাদের পরে, লোকে তাদের বাক্যের অনুমোদন করে। সেলা অধ্যায় দেখুন |
আমরা যা বলেছি, সেসবই নিশ্চিতরূপে করব। আমরা আকাশ-রানির উদ্দেশ্যে ধূপদাহ করব এবং তার উদ্দেশ্যে পেয়-নৈবেদ্য উৎসর্গ করব, ঠিক যেভাবে আমরা ও আমাদের পিতৃপুরুষেরা, আমাদের রাজারা ও আমাদের রাজকর্মচারীরা যিহূদার নগরগুলিতে ও জেরুশালেমের পথে পথে করতাম। সেই সময় আমাদের কাছে প্রচুর খাদ্যদ্রব্য ছিল। আমাদের অবস্থাও বেশ ভালো ছিল এবং আমরা কোনো ক্ষতির সম্মুখীন হইনি।