গীত 48:4 - বাংলা সমকালীন সংস্করণ4 পৃথিবীর রাজারা দলে দলে যোগ দিয়েছে এবং নগরীর বিরুদ্ধে অভিযান করেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 কেননা দেখ, বাদশাহ্রা সভাস্থ হয়েছিলেন; তাঁরা একসঙ্গে চলে গেলেন; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 নৃপতিরা দলবদ্ধ হয়ে এই নগরীর বিরুদ্ধে করেছিল অভিযান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 কেননা দেখ, রাজগণ সভাস্থ হইয়াছিলেন; তাঁহারা এক সঙ্গে চলিয়া গেলেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 এক সময় কিছু রাজা একসঙ্গে মিলে এই শহর আক্রমণ করার পরিকল্পনা করলো। তারা সবাই দলে দলে শহরের দিকে এগিয়ে এলো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 কারণ দেখ, রাজারা নিজেদের একত্র করে; তারা একসঙ্গে চলে গেলেন। অধ্যায় দেখুন |