গীত 47:1 - বাংলা সমকালীন সংস্করণ1 হে জাতিসকল, করতালি দাও; মহানন্দে ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি করো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 হে সমুদয় জাতি, করতালি দাও; আনন্দরবে আল্লাহ্র উদ্দেশে জয়ধ্বনি কর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 হে জাতিবৃন্দ করতালি দাও, সহর্ষে ঈশ্বরের জয়ধ্বনি কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 হে সমুদয় জাতি, করতালি দেও; আনন্দরবে ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 হে পৃথিবীর জনগণ, তোমরা হাততালি দাও! মহানন্দে ঈশ্বরের উদ্দেশ্যে ধ্বনি দাও! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 তালি দাও তোমরা হাতে, তোমার সব লোকেরা; আনন্দস্বরে ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি কর। অধ্যায় দেখুন |