গীত 46:4 - বাংলা সমকালীন সংস্করণ4 এক নদী আছে যার জলস্রোত ঈশ্বরের নগরীকে, পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 একটি নদী আছে তার সমস্ত স্রোত আল্লাহ্র নগরকে, সর্বশক্তিমানের শরীয়ত-তাঁবুর পবিত্র স্থানকে আনন্দিত করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 একটি স্রোতস্বিনী আছে, যার জলধারা পরাৎপরের পবিত্র বাসভূমি ঈশ্বরের নগরীকে করে আনন্দমণ্ডিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 এক নদী আছে তাহার প্রণালী সকল ঈশ্বরের নগরকে, পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 একটি নদী আছে যার স্রোত ঈশ্বরের শহরে পরাৎপরের পবিত্র শহরে আনন্দ বয়ে আনে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 একটি নদী আছে, যে নদীগুলো সর্বশক্তিমান ঈশ্বরের শহরকে এবং সবচেয়ে পবিত্র তাঁবুর জায়গাকে খুশি করে তোলে। অধ্যায় দেখুন |