গীত 45:14 - বাংলা সমকালীন সংস্করণ14 অলংকৃত পোশাকে তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হবে; তার কুমারী সঙ্গিনীরা, যাদের তার সঙ্গে থাকার জন্য আনা হয়েছে, রাজকন্যাকে অনুসরণ করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তাঁকে সূচীশিল্পীত কোর্তা পরিয়ে বাদশাহ্র কাছে নিয়ে যাওয়া হবে, তাঁর পিছনে থাকা সহচরী কুমারীদেরকে তোমার কাছে নেওয়া যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 মহার্ঘ বসনে বিভূষিতা, সখীকুল পরিবৃতা রাজকুমারীকে আনা হবে রাজসন্নিধানে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তিনি সূচীশিল্পিত বস্ত্র পরিয়া রাজার নিকটে আনীতা হইবেন, তাঁহার পশ্চাদ্বর্ত্তিনী সহচরী কুমারীদিগকে তোমার নিকটে লওয়া যাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 সেই সুন্দর পোশাক পরে যখন তিনি রাজার কাছে যাবেন তখন রাজার সভা-নন্দিনীরা তাঁর পিছন পিছন যাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তিনি সূচী শিল্পিত পোশাক পড়ে রাজার কাছে আসবে, যে সঙ্গীরা তাকে অনুসরণ করবে তারা কুমারীদের তোমাদের কাছে নিয়ে আসবে। অধ্যায় দেখুন |