গীত 44:7 - বাংলা সমকালীন সংস্করণ7 কিন্তু আমাদের শত্রুদের উপরে তুমি আমাদের বিজয়ী করেছ, তুমি আমাদের বিপক্ষদের লজ্জিত করেছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 কিন্তু তুমিই আমাদের দুশমনদের থেকে আমাদেরকে নিস্তার করেছ, আমাদের বিদ্বেষিদেরকে লজ্জিত করেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 কিন্তু তুমিই আমাদের করেছ উদ্ধার শত্রুর কবল থেকে। যারা আমাদের বিদ্বেষ করে তাদের তুমি করেছ অবমানিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 কিন্তু তুমিই আমাদের বিপক্ষগণ হইতে আমাদিগকে নিস্তার করিয়াছ, আমাদের বিদ্বেষিগণকে লজ্জাপন্ন করিয়াছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 ঈশ্বর আপনিই আমাদের শত্রুর হাত থেকে বাঁচিয়েছেন। আপনিই শত্রুদের লজ্জার মুখে ঠেলে দিয়েছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 কিন্তু তুমিই আমাদের শত্রুদের থেকে আমাদের রক্ষা করেছ এবং যারা আমাদের ঘৃণা তাদের লজ্জায় ফেলে দাও। অধ্যায় দেখুন |