গীত 41:4 - বাংলা সমকালীন সংস্করণ4 আমি বলি “হে সদাপ্রভু, আমার প্রতি দয়া করো; আমাকে সুস্থ করো, কারণ আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আমি বললাম, হে মাবুদ, আমাকে রহম কর, আমার প্রাণ সুস্থ কর, কেননা আমি তোমার বিরুদ্ধাচরণ করে গুনাহ্ করেছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আমি স্বীকার করছি হে প্রভু পরমেশ্বর, আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, আমায় কৃপা কর, সুস্থ কর আমায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আমি কহিলাম, হে সদাপ্রভু, আমাকে কৃপা কর, আমার প্রাণ সুস্থ কর, কেননা আমি তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 আমি বলেছিলাম, “প্রভু, আমার প্রতি সদয় হোন, আমি আপনার বিরুদ্ধে পাপ করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন, সুস্থ করে তুলুন।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 আমি বলেছিলাম, “সদাপ্রভুু, আমার উপর করুণা করো: আমার প্রাণ সুস্থ কর, কারণ আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি।” অধ্যায় দেখুন |