গীত 40:7 - বাংলা সমকালীন সংস্করণ7 তখন আমি বললাম, “এই দেখো, আমি এসেছি, শাস্ত্রে আমার বিষয়ে লেখা আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তখন আমি বললাম, দেখ, আমি এসেছি; যেমন পাক-কিতাবে আমার বিষয় লেখা আছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তখন বলেছি আমি: দেখ, এইতো আমি তোমার সম্মুখে, আমার সম্বন্ধে তোমার নির্দেশ হয়েছে লিখিত বিধানশাস্ত্রে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তখন আমি কহিলাম, দেখ, আমি আসিয়াছি; গ্রন্থখানিতে আমার বিষয় লিখিত আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 তাই আমি বলেছি, “এই যে আমি, আমায় গ্রহণ করুন। আমি এসেছি, আমার সম্পর্কে বইতে এমনই লেখা আছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 তখন আমি বললাম, “দেখ, আমি এসেছি; বইটিতে আমার বিষয় লেখা আছে। অধ্যায় দেখুন |