গীত 38:3 - বাংলা সমকালীন সংস্করণ3 তোমার রোষে আমার সারা শরীর জীর্ণ হয়েছে; আমার পাপের জন্য আমার হাড়গোড়ে কোনো শক্তি নেই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তোমার ক্রোধ হেতু আমার দেহে কোন স্বাস্থ্য নেই, আমার গুনাহ্হেতুু আমার অস্থিতে কোন শান্তি নেই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তোমার ক্রোধে ক্লিষ্ট আমার দেহ আমার পাপের দরুণ শান্তিহীন আমার সত্তা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তোমার কোপ হেতু আমার মাংসে কিছু স্বাস্থ্য নাই, আমার পাপহেতু আমার অস্থিতে কিছু শান্তি নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 আপনি আমায় শাস্তি দিয়েছেন। এখন আমার সারা শরীর যন্ত্রণা করছে। আমি পাপ করেছিলাম, আপনি আমায় শাস্তি দিলেন। আমার সমস্ত হাড় ব্যথা করছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 আমার সমস্ত শরীর অসুস্থ তোমার রাগের কারণে; আমার পাপের কারণে আমার হাড়ে কোন স্বাস্হ্য নেই। অধ্যায় দেখুন |