গীত 38:17 - বাংলা সমকালীন সংস্করণ17 আমার পতন আসন্ন, আর যন্ত্রণা প্রতিনিয়ত আমার সঙ্গী। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আমি তো পড়তে উদ্যত; আমার ব্যথা সতত আমার গোচরে রয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 কারণ আমি আজ পতনোন্মুখ, নিশিদিন জর্জরিত যন্ত্রণায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আমি ত পড়িতে উদ্যত; আমার ব্যথা সতত আমার গোচরে রহিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 আমি জানি খারাপ করার জন্য আমি দোষী। আমার যন্ত্রণা আমি ভুলতে পারছি না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 কারণ আমি হোঁচট খেয়ে পড়তে চলেছি এবং আমি অবিরত ব্যথা পাচ্ছি। অধ্যায় দেখুন |