গীত 34:7 - বাংলা সমকালীন সংস্করণ7 কারণ সদাপ্রভুর দূত এক পাহারাদার; তিনি ঘিরে রাখেন এবং তাদের সবাইকে রক্ষা করেন যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 যারা মাবুদকে ভক্তিপূর্ণ ভয় করে, মাবুদের ফেরেশতা তাদের চারদিকে শিবির স্থাপন করেন, আর তাদেরকে উদ্ধার করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 প্রভুকে যারা করে সম্ভ্রম, তাঁর দূত তাদের রাখেন ঘিরে, মুক্ত করেন তাদের বিপদ থেকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 সদাপ্রভুর দূত, যাহারা তাঁহাকে ভয় করে, তাহাদের চারিদিকে শিবির স্থাপন করেন, আর তাহাদিগকে উদ্ধার করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 যারা প্রভুকে অনুসরণ করে, প্রভুর দূত এসে তাদের চারিদিকে শিবির স্থাপন করেন। প্রভুর দূত তাদের রক্ষা করেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 সদাপ্রভুুর দূতেরা, যারা তাঁকে ভয় করে তাদের চারপাশে শিবির স্থাপন করে এবং তিনি তাদের উদ্ধার করেন। অধ্যায় দেখুন |