গীত 23:5 - বাংলা সমকালীন সংস্করণ5 আমার শত্রুদের উপস্থিতিতে তুমি আমার সামনে এক ভোজসভায় আয়োজন করেছ। তুমি আমার মাথা তেল দিয়ে অভিষিক্ত করেছ; আমার পানপাত্র উপচে পড়ে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তুমি আমার দুশমনদের সাক্ষাতে আমার সম্মুখে টেবিল সাজিয়ে থাক; তুমি আমার মাথা তেলে সিক্ত করেছ; আমার পানপাত্র উথলে পড়ছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 আমার শত্রুর সামনে তুমি আমারই জন্য করেছ আয়োজন মহোৎসবের, তৈলে অভিষিক্ত করেছ আমার শির, উচ্ছলিত পানপাত্র আমার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাক; তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ; আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 প্রভু, আপনি আমার শত্রুদের সামনে আমার টেবিল তৈরী করেছিলেন। আপনি আমার মাথায় তেল দিয়ে আমাকে অভিবাদন করেছিলেন। আমার পানপাত্র পরিপূর্ণ এবং তা উপচে পড়ছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 তুমি আমার শত্রুদের সাক্ষাৎে আমার সামনে একটি টেবিল প্রস্তুত করে থাক; তুমি আমার মাথা তেল দিয়ে অভিষিক্ত করেছ; আমার পানপাত্র উথলিয়ে পড়ছে। অধ্যায় দেখুন |