গীত 18:28 - বাংলা সমকালীন সংস্করণ28 তুমি, হে সদাপ্রভু, আমার প্রদীপ জ্বালিয়ে রাখো; আমার ঈশ্বর আমার অন্ধকার আলোতে পরিণত করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 তুমিই আমার প্রদীপ উজ্জ্বল করে থাক; মাবুদ, আমার আল্লাহ্, তুমিই আমার অন্ধকার আলোকময় করে থাক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 তুমিই আমার প্রদীপ, হে আমার আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর, তুমি আলোকিত কর আমার অন্ধকার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 তুমিই আমার প্রদীপ উজ্জ্বল করিয়া থাক; সদাপ্রভু, আমার ঈশ্বর, আমার অন্ধকার আলোকময় করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 প্রভু, আপনিই আমার প্রদীপ জ্বালান। আমার ঈশ্বর, আমার চারদিকের অন্ধকারকে আলোকিত করেন! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 তুমিই আমার প্রদীপের আলো উজ্জ্বল করেছ; সদাপ্রভুু আমার ঈশ্বর আমার অন্ধকারকে আলোকিত করেন। অধ্যায় দেখুন |