গীত 144:14 - বাংলা সমকালীন সংস্করণ14 আমাদের বলদগুলি অনেক ভারবহন করবে। কোনও শত্রুপক্ষ দেওয়াল ভেঙে আক্রমণ করবে না, কেউ বন্দিদশায় যাবে না, আমাদের পথে পথে দুর্দশার ক্রন্দন উঠবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আমাদের সমস্ত বলদ যেন ভার বহন করে; ভগ্নদশা যেন না হয়, হানিও যেন না হয়, আমাদের কোন চকে যেন কান্নার শব্দ না ওঠে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 আমাদের পশুপাল যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, না হয় যেন তার কোন ক্ষয়ক্ষতি, আমাদের রাজপথগুলিতে যেন ধ্বনিত না হয় আর্তনাদ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আমাদের বলদ সকল যেন ভার বহন করে; ভগ্নদশা যেন না হয়, হানিও যেন না হয়, আমাদের কোন চকে যেন ক্রন্দন না হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 আমাদের সৈন্যরা সুরক্ষিত। কোন শত্রু জোর করে এখানে প্রবেশ করতে চাইছে না। আমরাও যুদ্ধ করতে যাচ্ছি না। রাস্তাগুলোতে লোকজন চিৎকার করছে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তারপর আমাদের বলদ হবে অনেক তরুণ। কেউ দেওয়াল ভেঙে আসবে না; কেউ বাইরে যাবেনা এবং আমাদের রাস্তায় কেউ হৈ চৈ করবেনা। অধ্যায় দেখুন |