গীত 139:16 - বাংলা সমকালীন সংস্করণ16 তোমার চোখ আমার অগঠিত দেহটি দেখেছিল; আমার জীবনের নির্ধারিত দিনগুলি তোমার বইতে লেখা ছিল জীবনে একদিন অতিবাহিত হওয়ার আগেই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তোমার চোখ আমাকে পিণ্ডাকার দেখেছে, তোমার কিতাবে সমস্তই লেখা ছিল, যা দিন দিন গঠিত হচ্ছিল, যখন সেই সবের একটিও ছিল না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 তুমি দেখেছ আমার অগঠিত ভ্রূণরূপ, আমার জীবনের নিরূপিত দিনগুলি যখন হয়নি শুরু তখন আমায় আয়ুর প্রতিদিনের বিবরণ লেখা ছিল তোমার পুস্তকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে, তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল, যাহা দিন দিন গঠিত হইতেছিল, যখন সে সকলের একটীও ছিল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আপনি বাড়তে দেখেছিলেন। আপনার গ্রন্থে আপনি সে সম্বন্ধে লিখে রেখেছেন। প্রত্যেকদিন আপনি আমার ওপর লক্ষ্য রেখেছেন। তার মধ্যে একটাও হারিয়ে যায় নি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 তুমি আমাকে দেখেছিলে গর্ভের ভেতরে; সারাদিন আমার জন্য বৃতের বিষয় বইতে সব লেখা ছিল এমনকি প্রথম ঘটনা ঘটার আগে। অধ্যায় দেখুন |