Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 136:10 - বাংলা সমকালীন সংস্করণ

10 যিনি মিশরের প্রথমজাতদের আঘাত করেছিলেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 যিনি মিসরের প্রথমজাতদের আঘাত করলেন; —তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 যিনি মিশর দেশের প্রথমজাত সকলকে করেছিলেন বিনাশ, –চিরায়ত তাঁর অবিচল প্রেম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 [তাঁহার স্তব কর,] যিনি প্রথমজাতদের সম্বন্ধে মিসরকে আঘাত করিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 মিশরের প্রথম জাত মানুষ এবং প্রাণীকে ঈশ্বর হত্যা করেছিলেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তাঁর স্তব কর, যিনি প্রথম জাতকের সম্বন্ধে মিশরকে আঘত করলেন; তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

অধ্যায় দেখুন কপি




গীত 136:10
8 ক্রস রেফারেন্স  

তিনি মিশরের সব প্রথমজাতকে আঘাত করলেন, হামের তাঁবুতে পুরুষত্বের প্রথম ফলকে।


মাঝরাতে সদাপ্রভু মিশরে সব প্রথমজাতকে, সিংহাসনে উপবিষ্ট ফরৌণের প্রথমজাত সন্তান থেকে শুরু করে অন্ধকূপে থাকা বন্দির প্রথমজাত সন্তান, এবং সব গৃহপালিত পশুর প্রথমজাত শাবক পর্যন্ত সবাইকে আঘাত করলেন।


তিনি মিশরের প্রথমজাতদের বিনাশ করেছিলেন, মানুষ ও পশুর প্রথমজাতদের।


তারপর তিনি তাদের দেশের সব প্রথমজাতকে হত্যা করলেন, তাদের পুরুষত্বের প্রথম ফলকে আঘাত করলেন।


“সেরাতেই আমি মিশরের মধ্যে দিয়ে যাব এবং মানুষ ও পশু উভয়ের প্রত্যেক প্রথমজাতকে আঘাত করব, এবং মিশরের সব দেবতাকে আমি দণ্ড দেব। আমিই সদাপ্রভু।


বিশ্বাসে তিনি নিস্তারপর্ব পালন ও রক্তসিঞ্চন করলেন, যেন প্রথমজাতদের ধ্বংসকারী দূত ইস্রায়েলের প্রথমজাতদের স্পর্শ না করেন।


কিন্তু যে দেশে তারা ক্রীতদাস হয়ে থাকবে, সেই দেশটিকে আমি শাস্তি দেব।’ ঈশ্বর বলেছিলেন, ‘শেষ পর্যন্ত তারা সেই দেশ থেকে বেরিয়ে আসবে ও এই স্থানে এসে আমার উপাসনা করবে।’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন