গীত 135:17 - বাংলা সমকালীন সংস্করণ17 তাদের কান আছে, কিন্তু তারা শুনতে পায় না, এমনকি তাদের মুখে প্রাণের নিঃশ্বাস নেই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 কান থাকতেও শুনতে পায় না; তাদের মুখে শ্বাসমাত্রও নেই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 কান থাকতেও পায় না এরা শুনতে, নেই তাদের প্রাণের স্পন্দন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 কর্ণ থাকিতেও শুনিতে পায় না; তাহাদের মুখে শ্বাসমাত্রও নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 ওই মূর্ত্তিগুলোর কান ছিলো কিন্তু শুনতে পেতো না। ওই মূর্ত্তিগূলোর নাক ছিলো কিন্তু ঘ্রাণ নিতে পারতো না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 তাদের কান আছে কিন্তু তারা শুনতে পায় না; তাদের মুখে শ্বাস নাই। অধ্যায় দেখুন |