গীত 13:2 - বাংলা সমকালীন সংস্করণ2 আর কত কাল আমি আমার ভাবনার সঙ্গে যুদ্ধ করব এবং দিনের পর দিন আমার হৃদয়ে দুঃখ রইবে? আর কত দিন আমার শত্রু আমার উপর বিজয়ী হবে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 কত কাল আমি প্রাণের মধ্যে ব্যথা বহন করবো, অন্তরের মধ্যে বিষাদকে সারা দিন রাখব? কত কাল দুশমন আমার উপরে প্রবল থাকবে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 কতকাল আমি সইব এই অন্তর্জ্বালা? হৃদয় আমার থাকবে নিয়ত বিষাদমগ্ন? কতকাল আমি সইব দর্পিত শত্রুর অত্যাচার? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 কত কাল আমি প্রাণের মধ্যে ভাবনা করিব, চিত্তের মধ্যে বিষাদকে দিনমানে রাখিব? কত কাল শত্রু আমার উপরে উচ্চ থাকিবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 আর কতকাল আমি এই চিন্তাগুলোর সঙ্গে যুদ্ধ করব? আর কতকাল আমার হৃদয় এই দুঃখ ভোগ করবে? আর কতদিন আমার শত্রুরা আমায় পরাজিত করবে? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 আমি কতকাল ধরে আমার প্রাণের মধ্যে চিন্তা করবো, সমস্ত দিন আমার হৃদয়ে মধ্যে দুঃখ রাখব? কতকাল আমার শত্রু আমার উপরে উন্নত হতে থাকবে? অধ্যায় দেখুন |