গীত 120:4 - বাংলা সমকালীন সংস্করণ4 যোদ্ধার ধারালো তিরের আঘাতে তুমি বিদ্ধ হবে, আর জ্বলন্ত কয়লায় তুমি দগ্ধ হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 বীরের ধারালো তীরগুলো, ও রোতম কাঠের জলন্ত কয়লা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 সৈনিকের তীক্ষ্ণ শরজালে বেষ্টিত হবে তুমি, দগ্ধ হবে জ্বলন্ত অঙ্গার রাশির দহনে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 বীরের তীক্ষ্ণ বাণসমূহ, ও রোতমকাষ্ঠের অঙ্গারসমূহ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 সৈনিকগণের তীক্ষ্ণ তীরসমুহ এবং জ্বলন্ত কয়লা দিয়ে তোমাদের শাস্তি দেওয়া হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তিনি তোমাকে শিকার করবেন সৈনিকের ধারালো বান দিয়ে, তীরের মাথা গরম কয়লার ওপর গরম করে। অধ্যায় দেখুন |