গীত 120:3 - বাংলা সমকালীন সংস্করণ3 ধাপ্পাবাজ মুখ, ঈশ্বর তোমার প্রতি কী করবেন? তিনি কেমনভাবে তোমার শাস্তি বৃদ্ধি করবেন? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 হে প্রতারক জিহ্বা, তিনি তোমাকে কি দেবেন? তোমাকে বেশি কি যোগাবেন? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 হে ছলনাময়ী রসনা, কি দণ্ড প্রভু দেবেন তোমাকে সে কথা জান কি? জান কি তুমি, কি নির্মম দণ্ড তিনি দেবেন তোমাকে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 হে প্রতারক জিহ্বা, তিনি তোমাকে কি দিবেন? তোমাকে অধিক কি যোগাইবেন? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 মিথ্যাবাদীরা তোমরা কি জানো তোমরা কি পাবে? তোমরা কি জানো তোমরা কি লাভ করবে? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 প্রতারণা পূর্ণ জিভ তিনি তোমাকে কি দেবেন এবং এর থেক বেশী আর কি দেবেন? অধ্যায় দেখুন |