গীত 119:90 - বাংলা সমকালীন সংস্করণ90 তোমার বিশ্বস্ততা বংশপরম্পরায় স্থায়ী; তুমি এই পৃথিবী স্থাপন করেছ এবং তা স্থির রয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস90 তোমার বিশ্বস্ততা পুরুষানুক্রমে স্থায়ী; তুমি দুনিয়াকে স্থাপন করেছ, তা স্থির রয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)90 তোমার বিশ্বস্ততা যুগে যুগে স্থায়ী, এই পৃথিবী তুমিই স্থাপন করেছ তাই সুদৃঢ় এ ধরণীর ভিত্তি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)90 তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী; তুমি পৃথিবীকে স্থাপন করিয়াছ, তাহা স্থির রহিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল90 চিরদিনের জন্যই আপনি বিশ্বস্ত। প্রভু, আপনি এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এখনও তা রয়েছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী90 তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী; তুমি পৃথিবীকে স্থাপন করেছ এবং তা স্থির থাকে। অধ্যায় দেখুন |