গীত 119:52 - বাংলা সমকালীন সংস্করণ52 হে সদাপ্রভু, আমি তোমার প্রাচীন শাসনব্যবস্থা স্মরণ করি, এবং তাতেই আমি সান্ত্বনা পাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস52 হে মাবুদ, আমি তোমার পূর্বকালের সমস্ত অনুশাসন স্মরণ করেছি, আর সান্ত্বনা পেয়েছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)52 হে প্রভু, যখন আমি তোমার সনাতন শাসনবিধি স্মরণ করি তখন লাভ করি পরম সান্ত্বনা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)52 সদাপ্রভু, আমি তোমার পূর্ব্বকালের শাসনকলাপ স্মরণ করিয়াছি, আর সান্ত্বনা পাইয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল52 আমি সর্বদাই আপনার প্রাজ্ঞ সিদ্ধান্তসমূহ স্মরণ করি। প্রভু আপনার প্রাজ্ঞ সিদ্ধান্ত আমায় সান্ত্বনা দেয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী52 হে সদাপ্রভুু, আমি প্রাচীনকাল থেকে তোমার ধর্মময় আদেশ শিখছি, আর সান্ত্বনা পেয়েছি। অধ্যায় দেখুন |