Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:48 - বাংলা সমকালীন সংস্করণ

48 আমি তোমার নির্দেশাবলি সম্মান করি ও ভালোবাসি, আমি তোমার বিধিনিয়মে ধ্যান করি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

48 আমি তোমার হুকুমগুলোকে সম্মান করি, সেসব আমি ভালবাসি, আমি তোমার বিধিগুলো ধ্যান করবো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

48 আমার প্রিয় এই নির্দেশগুলির প্রতি আমি করব শ্রদ্ধা নিবেদন, সেগুলি আমি ভালবাসি, তোমার অনুশাসন আমি সতত করব ধ্যান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

48 আমি তোমার আজ্ঞা সকলের কাছে অঞ্জলি উঠাইব, সে সকল আমি ভালবাসি, আমি তোমার বিধিকলাপ ধ্যান করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

48 প্রভু, আপনার আজ্ঞাগুলোর প্রশংসা করি। আমি সেগুলোকে ভালোবাসি এবং সেগুলো অনুধাবন করি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

48 আমি তোমার আদেশগুলোর কাছে অঞ্জলি ওঠাব, যা আমি ভালবাসি; আমি তোমার বিধি ধ্যান করব। সয়িন।

অধ্যায় দেখুন কপি




গীত 119:48
11 ক্রস রেফারেন্স  

আমি তোমার অনুশাসনে ধ্যান করি; এবং তোমার পথের বিবেচনা করি।


কিন্তু সদাপ্রভুর বিধানে আমোদ করে, তাঁর বিধান দিনরাত ধ্যান করে।


“যারা আমাকে ‘প্রভু, প্রভু’ বলে, তারা সবাই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না; কিন্তু যে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করবে, সেই প্রবেশ করতে পারবে।


তোমরা যদি আমার আদেশ পালন করো, তাহলে তোমরা আমার বন্ধু।


তোমরা যেহেতু এখন এসব জেনেছ, তা পালন করলে তোমরা ধন্য হবে।


তোমরা তোমাদের শত্রুদের উপর জয়লাভ করবে, এবং তোমার সমস্ত শত্রু ধ্বংস হবে।


কিন্তু তারা প্রতিমাগুলির সামনে লোকদের সেবা করেছে এবং ইস্রায়েল কুলকে পাপে ফেলছে, সেইজন্য আমি তাদের বিরুদ্ধে আমার হাত তুলেছি যেন তারা নিজেদের পাপের ফলভোগ করে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।


হে সদাপ্রভু, জাগ্রত হও, হে ঈশ্বর, তোমার হাত তোলো। অসহায়কে ভুলে যেয়ো না।


এক সন্ধ্যায় তিনি ধ্যান করতে ক্ষেতে গেলেন, এবং যেই তিনি উপর দিকে তাকালেন, তিনি দেখতে পেলেন কয়েকটি উট এগিয়ে আসছে।


আহা, আমি তোমার বিধিবিধান কতই না ভালোবাসি! তা আমার সারাদিনের ধ্যানের বিষয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন