গীত 119:38 - বাংলা সমকালীন সংস্করণ38 তোমার দাসের প্রতি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো, যেন তোমাকে সকলে সম্ভ্রম করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 তোমার গোলামের পক্ষে সফল কর তোমার প্রতিজ্ঞা, যারা তোমাকে ভক্তিপূর্ণ ভয় করে তাদের পক্ষে তা সফল কর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 যে প্রতিশ্রুতি তুমি দিয়েছ তোমার ভক্তদের, তোমার এ দাসের প্রতিপূর্ণ কর সেই প্রতিশ্রুতি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 তোমার দাসের পক্ষে সফল কর তোমার বচন, যাহা তোমার প্রতি ভয় সম্বন্ধীয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 আপনার দাসের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করুন, যার ফলে লোকরা আপনাকে শ্রদ্ধা করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী38 তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা পূর্ণ কর, যা তুমি তাদের জন্য তৈরী করেছিলে যারা তোমায় সম্মান করে। অধ্যায় দেখুন |