গীত 119:31 - বাংলা সমকালীন সংস্করণ31 হে সদাপ্রভু, আমি তোমার বিধিবিধান আঁকড়ে ধরেছি; আমাকে লজ্জিত হতে দিয়ো না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 আমি তোমার নির্দেশগুলোতে আসক্ত; হে মাবুদ, আমাকে লজ্জিত করো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 আমি আসক্ত তোমার বিধিব্যবস্থায়, হে প্রভু পরমেশ্বর আমাকে করো না লজ্জিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 আমি তোমার সাক্ষ্যসমূহে আসক্ত; সদাপ্রভু, আমাকে লজ্জিত করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 হে প্রভু, আপনার চুক্তিতে আমি নিশ্চল থাকবো। অতএব আমাকে হতাশ করবেন না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 আমি তোমার নিয়মের আদেশ সমূহে জড়িয়ে আছি; সদাপ্রভুু আমাকে লজ্জিত হতে দিও না। অধ্যায় দেখুন |