গীত 119:29 - বাংলা সমকালীন সংস্করণ29 প্রতারণার পথ থেকে আমাকে দূরে রাখো; আমার প্রতি দয়া করো এবং আমাকে তোমার নিয়মকানুন শেখাও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 আমার কাছ থেকে মিথ্যার পথ দূর কর, কৃপা করে তোমার শরীয়ত আমাকে শিক্ষা দাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 দূরে রাখ আমায় ছলনার পথ থেকে, কৃপা কর, শিখাও আমায় তোমার বিধান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 আমা হইতে মিথ্যার পথ দূর কর, কৃপা করিয়া তোমার ব্যবস্থা আমাকে দেও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 হে প্রভু, আমাকে ওই প্রবঞ্চনাময় জীবন থেকে দূরে রাখুন। আপনার শিক্ষামালা দিয়ে আমায় পরিচালিত করুন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 আমার থেকে মিথ্যার পথ দূর কর, অনুগ্রহ করে আমাকে তোমার ব্যবস্থা শেখাও। অধ্যায় দেখুন |