গীত 119:28 - বাংলা সমকালীন সংস্করণ28 আমার প্রাণ দুঃখে অবসন্ন; তোমার বাক্য অনুযায়ী আমাকে শক্তি দাও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 আমার প্রাণ দুঃখে গলে পড়ছে, তোমার কালাম অনুসারে আমাকে উঠাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 দুঃখে আমার প্রাণ বিগলিত প্রায় সত্য হোক তোমার অঙ্গীকার উজ্জীবিত কর আমায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 আমার প্রাণ দুঃখে গলিয়া পড়িতেছে, তোমার বাক্যানুসারে আমাকে উঠাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 আমি দুঃখী এবং শ্রান্ত। আপনি আজ্ঞা করুন এবং আমি আবার শক্তিশালী হয়ে উঠবো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 দুঃখে আমার হৃদয় গলে পড়ছে, তোমার বাক্যে আমাকে ওঠাও। অধ্যায় দেখুন |