গীত 119:153 - বাংলা সমকালীন সংস্করণ153 আমার দুঃখকষ্টের দিকে চেয়ে দেখো ও আমাকে উদ্ধার করো, কারণ আমি তোমার শাসনব্যবস্থা ভুলে যাইনি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস153 আমার দুঃখ দেখ, আমাকে উদ্ধার কর, কেননা আমি তোমার শরীয়ত ভুলে যাই নি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)153 চেয়ে দেখ আমার দুর্দশা, উদ্ধার কর আমায়, আমি ভুলিনি তোমার বিধান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)153 আমার দুঃখ দেখ, আমাকে উদ্ধার কর, কেননা আমি তোমার ব্যবস্থা ভুলিয়া যাই নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল153 প্রভু, আমার দুর্দশা দেখুন এবং আমায় উদ্ধার করুন। আমি আপনার শিক্ষামালাগুলো ভুলি নি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী153 আমার দুঃখ দেখ এবং আমাকে সাহায্য কর, কারণ আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি। অধ্যায় দেখুন |
“অতএব, হে আমাদের ঈশ্বর, তুমি মহান, শক্তিশালী ও ভয়ংকর ঈশ্বর, তুমি তোমার ভালোবাসার বিধান রক্ষা করে থাকো। আসিরিয়ার রাজাদের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এই যে সকল ক্লেশ আমাদের উপর এবং আমাদের রাজাদের, কর্মকর্তাদের, যাজকদের, ভাববাদীদের, পিতৃপুরুষদের ও তোমার সকল প্রজাদের উপর যে ক্লেশ ঘটেছে তা তোমার চোখে যেন সামান্য মনে না হয়।