গীত 119:121 - বাংলা সমকালীন সংস্করণ121 যা কিছু সঠিক ও ন্যায়সংগত সে সব আমি পালন করেছি, আমাকে আমার অত্যাচারীদের হাতে সমর্পণ কোরো না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস121 আমি ন্যায়বিচার ও সঠিক কাজ করেছি, আমাকে জুলুমবাজদের হাতে তুলে দিও না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)121 ন্যায্য ও সঙ্গত যা কিছু, সকলই করেছি আমি, অত্যাচারীদের হাতে আমায় করো না সমর্পণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)121 আমি ন্যায়বিচার ও ধর্ম্মাচরণ করিয়াছি, আমাকে উপদ্রবীদের হস্তে সমর্পণ করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল121 যা সঠিক এবং ভালো আমি তাই করেছি। হে প্রভু, যারা আমায় উৎপীড়ন করে এমন লোকেদের হাতে আমায় সমর্পণ করবেন না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী121 যা কিছু ন্যায্য এবং সঠিক আমি করি; আমাকে আমার উপদ্রবকারীদের হাতে ছেড়ে দিও না। অধ্যায় দেখুন |