গীত 119:114 - বাংলা সমকালীন সংস্করণ114 তুমি আমার আশ্রয় ও আমার ঢাল; তোমার বাক্য আমার আশার উৎস। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস114 তুমি আমার অন্তরাল ও আমার ঢাল; আমি তোমার কালামে প্রত্যাশা রাখি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)114 তুমিই আমার অন্তরাল, আমার নিরাপদ আশ্রয়, আমার বর্মস্বরূপ, তামার প্রতিশ্রুতিতেই আমার প্রত্যাশা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)114 তুমি আমার অন্তরাল ও আমার ঢাল; আমি তোমার বাক্যে প্রত্যাশা রাখি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল114 আমায় রক্ষা করুন, আমায় আড়াল করে রাখুন। প্রভু, আপনি যা বলেন আমি সব বিশ্বাস করি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী114 তুমি আমার লুকানোর জায়গা ও আমার ঢাল; আমি তোমার বাক্যের জন্য অপেক্ষা করি। অধ্যায় দেখুন |