Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:105 - বাংলা সমকালীন সংস্করণ

105 তোমার বাক্য আমার চরণের প্রদীপ, এবং আমার চলার পথের আলো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

105 তোমার কালাম আমার চরণের প্রদীপ, আমার পথের আলো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

105 তোমার বাক্য আমার পথ নির্দেশের প্রদীপ, আমার চলার পথের আলো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

105 তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

105 প্রভু, আপনার বাক্যগুলো প্রদীপের মত আমার পথকে আলোকিত করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

105 তোমার বাক্য আমার চরনের প্রদীপ, আমার পথের আলো।

অধ্যায় দেখুন কপি




গীত 119:105
7 ক্রস রেফারেন্স  

কারণ এই আদেশটি এক প্রদীপ, এই শিক্ষাটি এক আলো, এবং সংশোধন ও উপদেশ— এগুলি হল জীবনের পথ,


তোমার জ্যোতি ও তোমার সত্য আমার কাছে পাঠাও, তারা আমাকে পথ দেখাক; তারা তোমার পবিত্র পর্বতে আমাকে নিয়ে যাক সেই স্থানে যেখানে তুমি বসবাস করো।


তুমি, হে সদাপ্রভু, আমার প্রদীপ জ্বালিয়ে রাখো; আমার ঈশ্বর আমার অন্ধকার আলোতে পরিণত করেন।


আবার, আমাদের কাছে ভাববাদীদের বাণীও রয়েছে যা আমাদের আরও সুনিশ্চিত করেছে এবং তোমরা এ বিষয়ে মনোনিবেশ করলে ভালোই করবে, কারণ যতদিন না দিনের আলো ফুটে ওঠে ও তোমাদের হৃদয়ের আকাশে প্রভাতি তারার উদয় হয়, ততদিন এই বাণীই হবে অন্ধকারময় স্থানে প্রদীপের মতো।


যখন তাঁর প্রদীপ আমার মাথার উপরে আলো দিত ও তাঁর আলোতে আমি অন্ধকারেও চলাফেরা করতাম!


কিন্তু আলোকে প্রকাশিত সবকিছুই দৃশ্যমান হয়ে ওঠে,


সদাপ্রভুর সমস্ত বিধি সত্য, হৃদয়কে আনন্দিত করে। সদাপ্রভুর আজ্ঞাসকল সুস্পষ্ট, চোখে আলো দান করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন