গীত 118:14 - বাংলা সমকালীন সংস্করণ14 সদাপ্রভু আমার বল ও আমার সুরক্ষা; তিনি আমার পরিত্রাণ হয়েছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 মাবুদ আমার বল ও গান; তিনি আমার উদ্ধার হয়েছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তখন প্রভু পরমেশ্বরই হলেন আমার সহায়, আমার আনন্দ, তিনিই আমার পরিত্রাণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 সদাপ্রভু আমার বল ও গান, আর তিনি আমার পরিত্রাণ হইয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 প্রভুই আমার শক্তি এবং আমার জয়গান! প্রভু আমায় রক্ষা করেন! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 সদাপ্রভুু আমার শক্তি এবং আনন্দ এবং তিনি একমাত্র আমার পরিত্রান দিয়েছেন। অধ্যায় দেখুন |