গীত 116:9 - বাংলা সমকালীন সংস্করণ9 যেন আমি জীবিতদের দেশে সদাপ্রভুর সামনে গমনাগমন করি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 আমি মাবুদের সাক্ষাতে যাতায়াত করবো, জীবিতদের দেশেই করবো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 তাই প্রভু পরমেশ্বরের পরম অনুগ্রহে আমি জীবিতের দেশে করব জীবন যাপন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 আমি সদাপ্রভুর সাক্ষাতে যাতায়াত করিব, জীবিতদের দেশেই করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 জীবিতদের রাজ্যে, আমি প্রভুর সেবা অব্যাহত রাখব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 আমি সদাপ্রভুুর সেবা করবো জীবিতদের দেশে। অধ্যায় দেখুন |
“এখন হে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু, তোমার দাস ও আমার বাবা দাউদের কাছে তোমার করা সেই প্রতিজ্ঞাটি পূরণ করো। যে প্রতিজ্ঞায় তুমি বললে, ‘শুধু যদি তোমার বংশধরেরা আমার সামনে চলার জন্য একটু সতর্ক হয়ে তোমার মতো বিশ্বস্ততাপূর্বক সবকিছু করে, তবে আমার সামনে ইস্রায়েলের সিংহাসনে বসার জন্য তোমার কোনও উত্তরাধিকারীর অভাব হবে না।’