গীত 115:17 - বাংলা সমকালীন সংস্করণ17 যারা মৃত, যারা নীরবতার স্থানে নেমেছে তারা সদাপ্রভুর প্রশংসা করে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 মৃতেরা মাবুদের প্রশংসা করে না, যারা নিস্তব্ধ স্থানে নামে, তারা কেউ করে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 প্রভু পরমেশ্বরের স্তব করে না মৃতজনেরা, নিঃশব্দলোকে চলে গেছে যারা তারাও করে না প্রভুর স্তব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 মৃতেরা সদাপ্রভুর প্রশংসা করে না, যাহারা নিস্তব্ধ স্থানে নামে, তাহারা কেহ করে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 মৃত লোকেরা ঈশ্বরের প্রশংসা করে না। মৃত লোকেরা, যারা কবরে রয়েছে তারা প্রভুর প্রশংসা করে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 মৃতেরা সদাপ্রভুুর প্রশংসা করে না, যারা নিস্তদ্ধ জায়গায় নেমে যায়। অধ্যায় দেখুন |