Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 114:3 - বাংলা সমকালীন সংস্করণ

3 সমুদ্র দেখল আর পালিয়ে গেল, জর্ডন পিছু ফিরল;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তা দেখে সমুদ্র পালিয়ে গেল, জর্ডান নদীর পানি উজানে বইল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 সমুদ্র তা দেখে পালিয়ে গেল, উজানে বইল জর্ডন নদী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 দেখিয়া সমুদ্র পলায়ন করিল, যর্দ্দন উজানে বহিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 এই দেখে লোহিতসাগর দৌড়ে পালিয়েছিলো। যর্দন নদীও ঘুরে দৌড় দিয়েছিলো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 সমুদ্র দেখল এবং পালিয়ে গেল, যর্দ্দন ফিরে এল।

অধ্যায় দেখুন কপি




গীত 114:3
11 ক্রস রেফারেন্স  

জলধি তোমাকে দেখল, হে ঈশ্বর, জলধি তোমাকে দেখল আর কুঁকড়ে গেল; মহা অতল কম্পিত হল।


পরে মোশি সমুদ্রের উপর তাঁর হাত প্রসারিত করলেন, এবং সেই সারারাত সদাপ্রভু এক প্রবল পূর্বীয় বাতাস বইয়ে সমুদ্রকে পিছিয়ে দিলেন এবং সেটিকে শুকনো জমিতে পরিণত করলেন। জল দুই ভাগে বিভক্ত হয়ে গেল,


তোমার ঘোড়াদের দিয়ে তুমি সমুদ্র মাড়িয়ে গেলে, আর মহা জলরাশিকে তোলপাড় করলে।


যিনি তাঁর পরাক্রমের মহিমাময় বাহু মোশির ডান হাতরূপে প্রেরণ করেছিলেন, যিনি তাদের সামনে জলরাশিকে বিভক্ত করেছিলেন যেন নিজের জন্য চিরস্থায়ী খ্যাতি লাভ করতে পারেন?


তিনি লোহিত সাগরকে তিরস্কার করলেন আর তা শুকিয়ে গেল; মরুভূমির মতো সমুদ্রতলের মধ্য দিয়ে তিনি তাদের নিয়ে গেলেন।


কিন্তু তোমার তিরস্কারে জলধি পালিয়ে গেল, তোমার গর্জনের শব্দে তা দ্রুত প্রস্থান করল;


তুমি ঝরনা আর জলপ্রবাহ খুলে দিয়েছ; চিরকাল বয়ে যাওয়া নদীকে তুমি শুকনো করেছ।


তোমার নাকের বিস্ফোরণে জলরাশি স্তূপাকার হল। উথাল জলরাশি, এক প্রাচীর হয়ে দাঁড়াল; গভীর জলরাশি সমুদ্র-গহ্বরে জমাট বেঁধে গেল।


মেঘ বৃষ্টি নিয়ে এল, আকাশমণ্ডল বজ্রধ্বনি প্রতিধ্বনিত করল; তোমার বিদ্যুতের তির এদিক-ওদিক চমকে উঠল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন