Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 109:24 - বাংলা সমকালীন সংস্করণ

24 উপবাসে আমার হাঁটু দুর্বল হয়েছে, আমার দেহ শীর্ণ ও শুষ্ক হয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 রোজা রেখে রেখে আমার হাঁটু দুর্বল হয়েছে, আমার দেহ ক্ষীণ হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 অনাহারে আমার জানু হয়েছে শিথিল, পুষ্টির অভাবে দেহ আমার হয়েছে অস্থিচর্মসার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 উপবাস দ্বারা আমার হাঁটু দুর্ব্বল হইয়াছে, বসার অভাবে আমার মাংস বিকৃত হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 ক্ষুধার কারণে আমার হাঁটু দুটো দুর্বল। ওজন কমে গিয়ে আমি ক্রমশঃই রোগা হয়ে যাচ্ছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 আমার হাঁটু দুর্বল হয়েছ উপবাসের থেকে, আমি চামড়া এবং হাড়ে পরিণত হয়েছি।

অধ্যায় দেখুন কপি




গীত 109:24
11 ক্রস রেফারেন্স  

অতএব, তোমরা তোমাদের অশক্ত বাহু ও দুর্বল হাঁটু সবল করো।


চল্লিশ দিন ও চল্লিশ রাত উপোস করার পর তিনি ক্ষুধার্ত হলেন।


আমাকে জলের মতো ঢেলে দেওয়া হচ্ছে, এবং আমার সব হাড় জোড়া থেকে খুলে যাচ্ছে। আমার হৃদয় মোমের মতো; যা আমার অন্তরে গলে গেছে।


আমি পরিশ্রম ও কষ্ট করেছি এবং প্রায়ই অনিদ্রায় কাটিয়েছি, আমি ক্ষুধাতৃষ্ণার সঙ্গে পরিচিত হয়েছি ও কতবারই অনাহারে কাটিয়েছি, শীতে ও নগ্নতায় দিনযাপন করেছি।


যখন আমি ঘুমাই আর উপবাস করি, তারা আমাকে উপহাস করে;


অস্থিচর্ম ছাড়া আমি আর কিছুই নই; শুধু দাঁতের চর্মবিশিষ্ট হয়েই আমি বেঁচে আছি।


যখন আমি চট পরি, লোকেরা আমাকে নিয়ে মজা করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন