গীত 109:12 - বাংলা সমকালীন সংস্করণ12 কেউ যেন তার প্রতি দয়া না করে, অথবা তার পিতৃহীন ছেলেমেয়েদের প্রতি কৃপা না করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 তার প্রতি কৃপা করে, এমন কেউ না থাকুক, তার এতিম সন্তানদের প্রতি কেউ দয়া না করুক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 কেউ যেন তাকে করুণা না করে, তার অনাথ সন্তানদেরও যেন কেউ না করে দয়া। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 তাহার প্রতি কৃপা করে, এমন কেহ না থাকুক, তাহার অনাথ সন্তানদের প্রতি কেহ অনুগ্রহ না করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 কামনা করি, কোন লোক যেন আমার শত্রুর প্রতি সদয় না হয়। কামনা করি, কোন লোক যেন ওর ছেলেদের প্রতি ক্ষমা না দেখায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 তার ওপর কেউ দয়ার হাত না বাড়াক, তার অনাথ সন্তানদের ওপর কেউ করুণা না করুক। অধ্যায় দেখুন |