গীত 105:40 - বাংলা সমকালীন সংস্করণ40 তারা মাংস চাইল, আর তিনি তাদের ভারুই পাখি দিলেন; স্বর্গের রুটি দিয়ে তাদের তৃপ্ত করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 তারা যাচ্ঞা করলে তিনি ভারুই পাখি আনালেন, এবং বেহেশতী খাদ্যে তাদেরকে তৃপ্ত করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 তাদের ইচ্ছা পূরণের জন্য তিনি এনেছিলেন ভারুই পাখির ঝাঁক, স্বর্গীয় খাদ্যে তিনি তাদের করেছিলেন তৃপ্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 তাহারা যাচ্ঞা করিলে তিনি ভারুই পক্ষী আনাইলেন, এবং স্বর্গীয় ভক্ষ্যে তাহাদিগকে তৃপ্ত করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40 লোকরা খাদ্য চাইল এবং ঈশ্বর তাদের কাছে কোয়েল এনে দিলেন এবং তাদের ক্ষুধা নিবৃত্তির জন্য ঈশ্বর আকাশ থেকে তাদের রুটি দিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী40 ইস্রায়েলীয়রা খাবার চাইল এবং ভারুই পাখি আনলেন এবং স্বর্গ থেকে রুটি দিয়ে তাদেরকে তৃপ্ত করলেন। অধ্যায় দেখুন |