গীত 105:4 - বাংলা সমকালীন সংস্করণ4 সদাপ্রভুর ও তাঁর শক্তির দিকে চেয়ে দেখো; সর্বদা তাঁর শ্রীমুখের খোঁজ করো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 মাবুদের ও তাঁর শক্তির অনুসন্ধান কর, নিয়ত তাঁর উপস্থিতির খোঁজ কর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 শক্তি ও সামর্থ্যের জন্য প্রভু পরমেশ্বরের কাছে সাহায্য প্রার্থনা কর, নিয়ত আরাধনা কর তাঁর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 সদাপ্রভুর ও তাঁহার শক্তির অনুসন্ধান কর, নিয়ত তাঁহার শ্রীমুখের অন্বেষণ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 শক্তির জন্য তোমরা প্রভুর কাছে যাও। সর্বদাই তাঁর কাছে সাহায্যের জন্য যাও। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 সদাপ্রভুুর ও তাঁর শক্তির খোঁজ কর, তাঁর নিয়মিত উপস্থিতির খোঁজ কর। অধ্যায় দেখুন |