গীত 102:26 - বাংলা সমকালীন সংস্করণ26 সেসব বিনষ্ট হবে, কিন্তু তুমি স্থায়ী হবে; ছেঁড়া কাপড়ের মতো সেসব শেষ হয়ে যাবে। পোশাকের মতো তুমি তাদের পরিবর্তন করবে আর তাদের পরিত্যাগ করা হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 সেগুলো বিনষ্ট হবে, কিন্তু তুমি স্থির থাকবে; সে সমস্ত কাপড়ের মত নষ্ট হয়ে যাবে, তুমি পরিচ্ছদের মতোই তাদের খুলে ফেলবে, ও তাদের পরিবর্তন হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 এ সকলই লুপ্ত হবে, কিন্তু তুমি নিত্যস্থায়ী, পরিধেয় বসনের মত সেগুলি জীর্ণ হবে, পোষাকের মত সেগুলি তুমি পরিবর্তন করবে অবলুপ্ত হবে সেই জীর্ণ বসন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 সে সকল বিনষ্ট হইবে, কিন্তু তুমি স্থির থাকিবে; সে সমস্ত বস্ত্রের ন্যায় জীর্ণ হইয়া পড়িবে, তুমি পরিচ্ছদের ন্যায় তাহাদিগকে খুলিবে, ও তাহাদের পরিবর্ত্তন হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 এই বিশ্ব, এই আকাশ একদিন শেষ হয়ে যাবে কিন্তু আপনি চির বিরাজমান থাকবেন! ওদের বস্ত্রের মতই পরিধান করা হবে। এবং জামাকাপড়ের মতই আপনি ওদের বদল করবেন। ওরা সবাই পরিবর্তিত হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 সে সব ধ্বংস হবে, কিন্তু তুমি থাকবে; তারা কাপড়ের মতো পুরোনো হয়ে যাবে, যেমন কাপড় পোশাকের মতো সেগুলো খুলে ফেলবে এবং তারা অদৃশ্য হবে। অধ্যায় দেখুন |