গীত 100:2 - বাংলা সমকালীন সংস্করণ2 মহানন্দে সদাপ্রভুর আরাধনা করো; আনন্দগান সহকারে তাঁর সামনে এসো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 সানন্দে মাবুদের সেবা কর; আনন্দগানসহ তাঁর সম্মুখে এসো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 পুলকিত মনে কর তাঁর আরাধনা, আনন্দগানে মুখর হও, এস তাঁর কাছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 সানন্দে সদাপ্রভুর সেবা কর; আনন্দগানসহ তাঁহার সম্মুখে আইস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 যখন তুমি প্রভুর সেবা কর তখন আনন্দিত থেকো! আনন্দ গীত গাইতে গাইতে প্রভুর সামনে এসো! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 আনন্দ সহকারে সদাপ্রভুুর সেবা কর; আনন্দগানের সাথে তার সামনে এস। অধ্যায় দেখুন |