গীত 10:7 - বাংলা সমকালীন সংস্করণ7 তার মুখ মিথ্যা ও হুমকিতে পূর্ণ; উপদ্রব ও অন্যায় তার জিভে লেগে রয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তার মুখ বদদোয়া, ছলনা ও শঠতায় পূর্ণ; তার জিহ্বার নিচে জুলুম ও অন্যায় থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 মুখে তার অভিশাপ, ছলনা আর স্বৈরাচারীর আস্ফালন নিত্য তার ওষ্ঠাধরে দুরভিসন্ধির কথা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তাহার মুখ অভিশাপ, ছলনা ও শঠতায় পূর্ণ; তাহার জিহ্বার নীচে উপদ্রব ও অন্যায় থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 ঐসব লোকরা সর্বদা অভিশাপ দিচ্ছে। অন্যান্য লোকজন সম্পর্কে তারা সর্বদাই কটু ও মিথ্যা কথা বলে চলেছে। সর্বদাই তারা অহিতকর কাজ করার ফন্দি আঁটে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 তার মুখ অভিশাপ, প্রতারণা এবং খারাপ শব্দে পূর্ণ; তার জিহ্বা ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসপ্রাপ্ত। অধ্যায় দেখুন |