গণনা পুস্তক 35:24 - বাংলা সমকালীন সংস্করণ24 মণ্ডলী অবশ্যই সেই ব্যক্তির এবং রক্তপাতের জন্য প্রতিশোধগ্রহণকারী ব্যক্তির মধ্যে এই সমস্ত নিয়ন্ত্রণ বিধির পরিপ্রেক্ষিতে বিচার করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 তবে মণ্ডলী সেই নরহন্তার এবং রক্তের প্রতিশোধ নেবার অধিকারী সম্বন্ধে এসব অনুশাসন অনুযায়ী বিচার করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 তাহলে জনমণ্ডলী সেই হত্যাকারী এবং খুনের প্রতিশোধ নেবার অধিকারী সম্বন্ধে এই বিধি অনুযায়ী বিচার করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 তবে মণ্ডলী সেই নরহন্তার এবং রক্তের প্রতিশোধদাতার বিষয়ে এই সকল বিচারমতে বিচার করিবে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 যদি সে রকম হয়, তাহলে মণ্ডলীকে অবশ্যই স্থির করতে হবে কি করা উচিৎ। মণ্ডলীর আদালত অবশ্যই সিদ্ধান্ত নেবে যে মৃত ব্যক্তির পরিবারের কোনো সদস্য সেই ব্যক্তিকে হত্যা করতে পারে কি না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 তবে মণ্ডলী সেই নরহত্যাকারীর এবং রক্তের প্রতিশোধ দাতার বিষয়ে এইসব বিচারমতে বিচার করবে; অধ্যায় দেখুন |