গণনা পুস্তক 33:49 - বাংলা সমকালীন সংস্করণ49 সেখানে, তারা মোয়াবের সমতলে, জর্ডন বরাবর, বেথ-যিশীমোৎ থেকে আবেল শিটিম পর্যন্ত ছাউনি স্থাপন করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস49 সেখানে জর্ডানের কাছে বৈৎ-যিশীমোৎ থেকে আবেল-শিটীম পর্যন্ত মোয়াবের উপত্যকাতে শিবির স্থাপন করে রইলো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)49 জর্ডনের তীরবর্তী বেথ-যেশিমোৎ থেকে আবেল-শিটিম পর্যন্ত মোয়াবের উপত্যকা অঞ্চলে তারা ছাউনি ফেলল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)49 আর তথায় যর্দ্দনের নিকটে বৈৎ-যিশীমোৎ অবধি আবেল-শিটীম পর্য্যন্ত মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করিয়া রহিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল49 তারা মোয়াবের যর্দন উপত্যকায় যর্দন নদী বরাবর শিবির স্থাপন করেছিল। তাদের শিবির বৈৎ-যিশীমোৎ থেকে আবেল-শিটীম পর্যন্ত বিস্তৃত ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী49 সেখানে যর্দ্দনের কাছে বৈৎ-যিশীমোৎ থেকে আবেল-শিটীম পর্যন্ত মোয়াবের উপভূমিতে শিবির স্থাপন করে থাকল। অধ্যায় দেখুন |