গণনা পুস্তক 33:38 - বাংলা সমকালীন সংস্করণ38 সদাপ্রভুর আদেশে যাজক হারোণ হোর পর্বতে উঠে গেলেন। ইস্রায়েলীদের মিশর থেকে বের হওয়ার পর, চল্লিশতম বছরের পঞ্চম মাসের প্রথম দিনে, তিনি সেখানে প্রাণত্যাগ করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 আর ইমাম হারুন মাবুদের হুকুম অনুসারে হোর পর্বতে উঠলেন এবং মিসর থেকে বনি-ইসরাইলদের বের হবার চল্লিশ বছরের পঞ্চম মাসের প্রথম দিনে সেই স্থানে ইন্তেকাল করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 প্রভু পরমেশ্বরের আদেশে পুরোহিত হারোণ হোর পর্বতে উঠে গেলেন। ইসরায়েলীরা মিশর ছেড়ে বেরিয়ে আসার চল্লিশ বছর পরে পঞ্চম মাসের প্রথম দিনে তিনি সেখানে দেহরক্ষা করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 আর হারোণ যাজক সদাপ্রভুর আজ্ঞানুসারে হোর পর্ব্বতে উঠিয়া মিসর হইতে ইস্রায়েল-সন্তানগণের বাহির হইবার চল্লিশ বৎসরের পঞ্চম মাসে, সেই মাসের প্রথম দিনে সে স্থানে মরিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 যাজক হারোণ প্রভুর কথা মান্য করে হোর পর্বতের ওপরে গিয়েছিলেন। সেই জায়গায় পঞ্চম মাসের প্রথম দিনে হারোণ মারা গিয়েছিলেন। ইস্রায়েলের লোকরা মিশর ত্যাগ করার পরে সেইটি ছিল 40তম বছর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী38 হারোণ যাজক সদাপ্রভুর আদেশ অনুসারে হোর পর্বতে উঠে মিশর থেকে ইস্রায়েল সন্তানদের বের হবার চল্লিশ বছরের পঞ্চম মাসে, সেই মাসের প্রথম দিনের সেখানে মারা গেলেন। অধ্যায় দেখুন |