Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 32:35 - বাংলা সমকালীন সংস্করণ

35 অটারোৎ শোফন, যাসের, যগ্‌বিহ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 অটারোৎ, অরোয়ের এবং

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

35 অটরোৎ-শোফন, যাসের, যগনেহা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 অটারোৎ ও অরোয়ের, এবং অট্‌রোৎ-শোফন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 অটারোৎ‌-শোফন, যাসের ও যগবিহ এবং

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

35 অটরোত শোফন, যাসের, যগবিহ,

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 32:35
7 ক্রস রেফারেন্স  

“অটারোৎ, দীবোন, যাসের, নিম্রা, হিষ্‌বোন, ইলিয়ালী, সেবাম, নেবো ও বিয়োন,


রূবেণ ও গাদ গোষ্ঠীর খুব বড়ো বড়ো গোপাল ও মেষপাল ছিল। তারা দেখল যে যাসের ও গিলিয়দ অঞ্চল পশুপালনের জন্য উপযোগী।


গাদ গোষ্ঠী দীবোন, অটারোৎ, অরোয়ের,


বেথ-নিম্রা ও বেত-হারণ, সুরক্ষিত নগর এবং পশুপালের খোঁয়াড় নির্মাণ করল।


জর্ডন নদী পার হওয়ার পর, তারা অরোয়ের কাছে, নগরটির দক্ষিণ দিকের গিরিখাতে শিবির স্থাপন করলেন, এবং পরে গাদের মধ্যে দিয়ে যাসেরে গেলেন।


গিদিয়োন নোবহের ও যগ্‌বিহের পূর্বদিকে যাযাবরদের পথ ধরে উঠে গিয়ে সেই অসন্দিগ্ধ সৈন্যবাহিনীকে আক্রমণ করলেন।


হিষ্‌বোনের মাঠগুলি শুকিয়ে যায়, সিব্‌মার আঙুর গাছগুলিও শুকিয়ে যায়। জাতিসমূহের শাসকেরা উৎকৃষ্ট আঙুরগাছগুলিকে পদদলিত করেছে, যেগুলি একদিন যাসের পর্যন্ত ও মরুভূমির দিকে ছড়িয়ে যেত। তাদের শাখাগুলি ছড়িয়ে পড়েছিল, আর সুদূর সমুদ্র পর্যন্ত বিস্তৃত হয়েছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন