Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 32:34 - বাংলা সমকালীন সংস্করণ

34 গাদ গোষ্ঠী দীবোন, অটারোৎ, অরোয়ের,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 আর গাদ-বংশের লোকেরা দীবোন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

34 গাদ বংশের লোকেরা দিবোন, অটারোৎ, অরোয়ের,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 আর গাদ-সন্তানগণ দীবোন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 গাদের লোকরা দীবোন, অটারোৎ‌‌ ও অরোয়ের এবং

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 গাদ সন্তানরা দীবোন, অটারোৎ, অরোয়ের,

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 32:34
9 ক্রস রেফারেন্স  

অর্ণোন উপত্যকার সীমানায় অরোয়ের নগর এবং সেই উপত্যকার মধ্যবর্তী নগর থেকে গিলিয়দ পর্যন্ত, কোনও নগরই আমাদের কাছে শক্তিশালী ছিল না। আমাদের ঈশ্বর সদাপ্রভু সবগুলিই আমাদের দিলেন।


“অটারোৎ, দীবোন, যাসের, নিম্রা, হিষ্‌বোন, ইলিয়ালী, সেবাম, নেবো ও বিয়োন,


অরোয়েরের নগরগুলি জনশূন্য হবে, তা পশুপালের জন্য ছেড়ে দেওয়া হবে, যারা সেখানে শুয়ে বিশ্রাম করবে, কেউ তাদের কোনো ভয় দেখাবে না।


বামোৎ থেকে মোয়াব উপত্যকায়, যেখানে পিস্‌গা শিখর থেকে মরুভূমি প্রত্যক্ষ হল।


“কিন্তু আমরা তাদের নিপাতিত করেছি; হিষ্‌বোন দীবোন পর্যন্ত ধ্বংস হয়েছে, আমরা নোফঃ পর্যন্ত তাদের ধ্বংস করেছি, যা মেদ্‌বা পর্যন্ত বিস্তৃত।”


অটারোৎ শোফন, যাসের, যগ্‌বিহ,


ও যোয়েলের ছেলে শেমা, তার ছেলে আসস, তার ছেলে বেলা। তারা অরোয়ের থেকে নেবো ও বায়াল-মিয়োন পর্যন্ত বিস্তৃত এলাকায় বসতি স্থাপন করলেন।


তিনি অরোয়ের থেকে মিন্নীতের পার্শ্ববর্তী এলাকার কুড়িটি নগর এবং আবেল-করামীম পর্যন্ত বিস্তৃত সমগ্র অঞ্চলটি বিধ্বস্ত করলেন। এইভাবে ইস্রায়েল অম্মোনকে শায়েস্তা করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন